Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন আহমেদ

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (ট্যাজ), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন-কে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনীর প্রধান করা হয়েছে। তাঁর এ নিয়োগ ২৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৭ জানুয়ারি ২০১৬ তারিখ অপরাহ্ণ থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি ও বাহিনীর প্রধান হিসেবে তাঁর নিয়োগ কার্যকর হবে। মেয়াদ তিন বছর, যা শেষ হবে ২০১৯ সালের ২৬ জানুয়ারি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি- এর স্থলাভিষিক্ত হবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এ মাসের ২৭ তারিখ বিকেলে অবসরে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন আহমেদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ