Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে নয় জাহাজকে জরিমানা

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বন্দর চ্যানেলে অবস্থানকারী নয়টি লাইটার, ফিশিং জাহাজ ও অয়েল ট্যাংকারকে বিভিন্ন অপরাধে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।
আবুল হাশেম বলেন, কর্ণফুলী নদীর জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকা থেকে ওয়েস্টার্ন মেরিন পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত পণ্য পরিবহন, মাস্টার ও ড্রাইভারের সনদ না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ বিভিন্ন অপরাধে নয়টি জাহাজকে জরিমানা করা হয়।
অভিযানে এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৫, এমভি হাসান ও এমভি ওয়েস্টিনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এফভি স্টার-১, এফভি শাহ বদর-১, এমভি সাদিয়া অ্যান্ড আমিরা, ও টি হজরত বদর শাহ এবং এফভি সাগর-১ এর প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এমভি নওরোজকে ২০ হাজার টাকা এবং এফভি এস আর এলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে এমভি নওরোজ নামের লাইটার জাহাজের কাছ থেকে বন্দর ব্যবহারের বকেয়া ভাড়া (পোর্ট ডিউজ) বাবদ এক লাখ ৮২ হাজার টাকা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাংলাদেশ আইস লিমিটেড নামের প্রতিষ্ঠানকে অবৈধভাবে জেটিতে কয়েকটি জাহাজ বেঁধে রাজস্ব (মুরিং বিল) ফাঁকি দিতে সহায়তার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম বন্দরে নয় জাহাজকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ