পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আদালত কক্ষের বাইরে প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। ওষুধ কোম্পানি টেকনো ড্রাগসের মামলায় গতকাল বুধবার হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি শেষে কোর্ট থেকে বের হওয়ার পর তাদের লোকজন হুমকি দেন বলে অভিযোগ এই আইনজীবীর। এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাবকে তিনি বলেন, হুমকি পাওয়ার পর শাহবাগ থানায় গিয়ে জিডি করেছি। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরে আনলে আদালত জড়িতদের আজ (বৃহস্পতিবার) হাইকোর্টে হাজির করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ উৎপাদনের ‘ত্রুটি’ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন তিনি। এর শুনানি নিয়ে আদালত গত ৩ এপ্রিল টেকনো ড্রাগসের জিএমপি সক্ষমতা নির্ধারণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ পাঁচ সদস্যের কমিটি করে দেয়। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়াই চার সদস্যের কমিটি দিয়ে টেকনো ড্রাগসের পক্ষে রিপোর্ট দেয়া হলে তা আদালতে চ্যালেঞ্জ করি। সকালে এ বিষয়ে শুনানি শেষে আদালত কক্ষের বাইরে আসার সঙ্গে সঙ্গে টেকনো ড্রাগসের দুই-তিন জন লোক আমাকে প্রাণনাশের হুমকি দেন। বলে, তোরে আজকেই মজা দেখাব’ এবং গালিগালাজ করে।
প্রসঙ্গত, এই আইনজীবী মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য ২০১৫ সালে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।