Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শীর্ষে কারিগরি শিক্ষাবোর্ড

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাসের হার কমলেও চলতি বছর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। যা গতবছরের চেয়ে ৩ দশমিক ২৪ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এবার কারিগরি বোর্ড থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৯৭ হাজার ১৪ জন শিক্ষার্থী। যা গতবছর ছিল এক লাখ দুই হাজার ২৪৮ জন। এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ২৩৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৮ হাজার ৯০৪ জন। যা গতবছর ছিল ৮৬ হাজার ৪৬৯ জন। এবার কমেছে ৭ হাজার ৫৬৫ জন। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন। গতবারের চেয়ে কমেছে ৩ হাজার ৯১৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এসব তথ্য জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারিগরি শিক্ষাবোর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ