Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগের বক্তব্য ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ -মির্জা ফখরুল ইসলাম

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার :আওয়ামী লীগ নেতাদের বক্তব্য আক্রমণাত্মক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদগার করছে। আওয়ামী লীগ কাউকেই গ্রাহ্য করে না, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা বিরোধীদলকে দমনের জন্য গুম খুনের রাজনীতি করছে।
গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গত রোববার খালেদা জিয়া লন্ডন গেছেন। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। এ বিষয়ে ইঙ্গিত করে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরে এক জনসভায় কাদের বলেন, দেশে বসে রূপরেখা করার সাহস ও যোগ্যতা বিএনপির নেই। তাই লন্ডনে টেমস নদীর পাড়ে বসে নির্বাচন সহায়ক সরকারের রূপরেখা করছে। মেইড ইন লন্ডন মার্কা নির্বাচন সহায়ক সরকার এদেশের জনগণ মেনে নেবে না।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রশ্নে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহŸান জানিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এত বড় একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের পক্ষে এটা মানানসই না। আমরাও আওয়ামী লীগের সমালোচনা করছি, কিন্তু সেগুলো রাজনৈতিক শিষ্টাচার মেনেই আমরা করছি। দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ সে কাজটা করে না। তারা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে। বেগম খালেদা জিয়া দেশের বাইরে চলে যাওয়ার প্রশ্নই উঠতে পারে না।
ফখরুল বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগের লোকেরাই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ভারতে। কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনোদিনও দেশ ছেড়ে চলে যাননি। তিনি বাংলাদেশে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন। ১৯৮৪ সালের পর থেকে খালেদা জিয়া রাজপথে থেকে আন্দোলন করে ৯০ সালের গণঅভ্যুত্থান ঘটিয়ে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন বলে মন্তব্য করেন ফখরুল।
নির্বাচনের বিষয়ে ফখরুল বলেন, বিএনপি নির্বাচন করতে চায়। আমরা বার বার বলেছি বিএনপি নির্বাচনমুখী দল। অতীতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু সে নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে।
আওয়ামী লীগ নেতাদের ভোটের প্রচারের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগ হেলিকপ্টারে করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবে। আর আমরা আদালতের বারান্দা ও জেলখানার ভিতরে থাকব। এটা তো সমান সুযোগ হলো না।
আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু হবে সেটা সাধারণ জনগণ বুঝতে পারে বলে মন্তব্য করে মির্জা ফখরুল দাবি করেন সেজন্য নির্বাচনকালে সহায়ক সরকার প্রয়োজন আছে বলে তার দল মনে করে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে তারা অক্ষম। তাই তারা ৫ জানুয়ারির মতোই এবারও দেশে একটা অর্থবহ নির্বাচন দিতে ব্যর্থ হবে।
রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টিসহ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান পরিবর্তন করার কথাও বলেন তিনি। এক্ষেত্রে তিনি বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে প্রথমে উপ-রাষ্ট্রপতি ও পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করার জন্য সব দলের এক হওয়ার কথা স্মরণ করিয়ে দেন।
সা¤প্রতিক ঘটে যাওয়া ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান হত্যার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মান্নানের পরিবার কতটুকু সুবিচার পাবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের নিজ দলের মধ্যকার এসব খুনোখুনীর কারণ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা। আর তাই পুলিশ কোনও জিজ্ঞাসাবাদ না করে অভিযুক্তদের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করেছে।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, বিএনপি নেতা পয়গাম আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • S. Anwar ২২ জুলাই, ২০১৭, ৭:০৯ এএম says : 0
    আওয়ামী লীগের রাজনৈতিক পাঠ-পরিকল্পনায় শিষ্টাচার নামক অধ্যায়টি সম্ভবত শুরু থেকেই বাদ দেয়া হয়েছে। তাই তাদের নেতা-কর্মীদের শিষ্টাচার বিষয়ে কোন অধ্যয়ন কিংবা চর্চা করার দরকার পড়ে না। এই কারনেই হয়তো আ-লীগ নেতা-কর্মীদের মধ্যে শিষ্টাচার নামক জিনিষটির বড় অভাব পরিলক্ষিত হয়। উপরের দিকেতো এই অভাব আরো প্রকট।
    Total Reply(0) Reply
  • Nur-Muhammad ২২ জুলাই, ২০১৭, ৮:৩৬ এএম says : 0
    মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী একজন গণ তান্ত্রীক নেতা। তাই জনগণ তার কাছে থেকে দেশনেত্রী খালেদা জিয়ার যুক্ত রাজ্য সফর নিয়ে এমন বক্তব্য গ্রহন করে নি। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সকল পক্ষকে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ

১৪ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ