Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক দায়বদ্ধতা রক্ষা বেসরকারি টিভির উদ্যোগ প্রশংসনীয় -তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সামাজিক দায়বদ্ধতা রক্ষায় এগিয়ে আসায় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর উদ্যোগের প্রশংসা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনিসেফ বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সারা বর্ডাস এডির সভাপতিত্বে ইউনিসেফের সাথে পাঁচটি বেসরকারি টেলিভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো ব্যবসার পাশাপশি সামাজিক দায়বদ্ধতা রক্ষা, বিশেষ করে শিশুকল্যাণে এগিয়ে আসছে, এটি অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
তথ্যমন্ত্রীর উপস্থিতিতে শিশুদের জন্য এক মিনিট শীর্ষক এ অনুষ্ঠানে ইউনিসেফের পক্ষে সারা বর্ডাস এডি এবং একুশে, বিজয়, একাত্তর, দুরন্ত ও বাংলা টিভির পক্ষে যথাক্রমে রাশেদ চৌধুরী, চৌধুরী মহিবুল হাসান, সামিয়া জামান, অভিজিৎ চৌধুরী ও সৈয়দ সামাদুল হক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষরকারী চ্যানেলগুলো তাদের প্রতিদিনের স¤প্রচারের গুরুত্বপূর্ণ সময়, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে এক মিনিট ইউনিসেফ নির্মিত শিশুবিষয়ক ক্ষুদ্র অনুষ্ঠান বিনামূল্যে প্রচার করবে। এই স¤প্রচার কাজটি চ্যানেলগুলোর সংস্থাগত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গণ্য হবে। তথ্য মন্ত্রণালয় এই সমঝোতাকে স্বাগত জানায় এবং এই পদক্ষেপ প্রকৃতপক্ষে শিশুদের জন্য গণমাধ্যমের এক ধাপ এগিয়ে আসা। সরকার ও ইউনিসেফের সাথে শিশুকল্যাণে গণমাধ্যমে যুক্ত হওয়ার অর্থ দেশের ভবিষ্যৎ নির্মাণের পথে আরেক ধাপ অগ্রগতি, বলেন হাসানুল হক ইনু। মন্ত্রী এ সময় গণতন্ত্র ও গণমাধ্যমকে হাতের এপিঠ-ওপিঠ বলে উল্লেখ করেন ও শিশুদের সুরক্ষা, শিক্ষা, শিশু ও মায়ের আপদকালীন সেবায় সুদীর্ঘ ভূমিকার জন্য ইউনিসেফকে অভিনন্দন জানান। উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, দেশ টিভি, বৈশাখী টিভি, সময় টিভি, চ্যানেল ২৪ টিভি এবং গাজী টিভি এর আগে ইউনিসেফের সাথে একই সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং তারা অনুরূপ স¤প্রচার কাজ চালিয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ