Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী ও এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় -খালেদা জিয়া

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। লন্ডন সফরে যাওয়া খালেদা জিয়া গতকাল (সোমবার) সেখানে বিএনপির এক সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। এ সময় তার পাশে ছিলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া বলেন, বিএনপিকে ভাঙার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোন কিছুই সফল হয়নি। যারা দলের দু:সময়ে পাশে ছিলেন এমন ত্যাগী নেতাকর্মীদের দিয়েই কমিটি গঠন করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। শিক্ষা নিয়ে এখন কি হয় জানেন? পাসের হার বেশি দেখানোর জন্য নম্বর বেশি দিয়ে পাশ বেশি দেখানো হয়। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যায়, একজন, দুই জনের বেশি পাস করতে পারে না। বিএনপি বিচারবিভাগ ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করবে জানিয়ে খালেদা জিয়া বলেন, আমরা বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীন করবো। আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করবো। খালেদা বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় ও স্বাধীন করে এসেছিলাম। ওরা এটাকে ভেঙেচুরে শেষ করে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ