পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান সারাদেশে বানভাসি মানুষের সাথে সরকারের ত্রাণ তামাশার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সরকারের এমপি-মন্ত্রীদের লুটপাটের কারণেই ত্রাণ সামগ্রী জনগণ পায়নি।
তিনি বলেন, যখন বন্যায় দেশের মানুষ পানিতে ভাসছে, দিল্লী তখন ১২টি নদীর বাঁধ ছেড়ে দিয়ে আমার দেশের ফসলি জমিসহ হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। দিল্লী আমাদের ভাতে ও পানিতে মারার ষড়যন্ত্র করছে।
গতকাল শনিবার বিকাল ৪টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত ‘বানভাসি মানুষের অসহায়ত্ব-সরকারের ত্রাণ তামাশার’ প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেহেনা প্রধান সরকারকে উদ্দেশ করে বলেন, দেশবাসী জানতে চায়- কারা কন্টেইনার, ব্যাগ ও বস্তায় ভরে দেশের টাকা বিদেশে পাচার করছে? কারা এখন দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর ষড়যন্ত্র করছে?
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে সুজাতা সিংরা প্রকাশ্যে ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। এখন আবারো স্বাধীন দেশের আকাশে ভিনদেশী শকুনের ছায়া। এটা স্বাধীন দেশের জন্য ইশান কোনে অশনি সঙ্কেত। সুতরাং দেশবাসী হুশিয়ার থাকবেন।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহŸান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।