Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফ-এর আইজি পর্যায়ে আজ বুধবার থেকে ভারতের শিলংয়ে চার দিনের সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হচ্ছে। শেষ হবে ১৫ জুলাই শনিবার। বিজিবি’র রিজিয়ন কমান্ডার, সরাইল ও চট্টগ্রাম রিজিয়ন এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ফ্রন্টিয়ার আইজি, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম অ্যান্ড কাচার ফ্রন্টিয়ার পর্যায়ে এ সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজিবি’র সদর দফতর থেকে জানানো হয়, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক এম জাহিদ হাসানের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ দেবে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এবং দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার, উভয় রিজিয়নের অধীনস্থ সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিজিবি’র স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেবেন। অন্যদিকে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি শ্রী ইউ সি সারাংগির নেতৃত্বে ২৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ ত্রিপুরা মেঘালয় ও মিজোরাম অ্যান্ড কাচার ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজি, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের ষ্টাফ অফিসার, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিজিবি’র সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের আটক, হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, দুর্গম পাহাড়ি এলাকায় বিওপি স্থাপনের লক্ষ্যে ভারতীয় রাস্তা ব্যবহার ও লজিস্টিক সহায়তা গ্রহণ, উভয় দেশের নাগরিকদের জন্য সীমান্তে মিলন মেলার আয়োজন, যৌথ সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন এবং উভয় বাহিনীর পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সম্মেলনে আলোচনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ