Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি২০ সম্মেলন আজ শুরু হচ্ছে

বিক্ষোভকারীদের ওপর পানিকামান ছুড়েছে পুলিশ

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:৩৯ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির হামবুর্গে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জি২০ সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে বন্দরনগরী হামবুর্গে অবস্থান নিয়েছিল পুঁজিবাদবিরোধী প্রায় ৫০০ বিক্ষোভকারী। আর তাদের ছত্রভঙ্গ করতে পানিকামান ব্যবহার করেছে জার্মান পুলিশ। এদিকে সম্মেলনকে ঘিরে চলতি সপ্তাহে শহরটিতে ১০ হাজারের বেশি মানুষ দাঙ্গায় অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বায়ন, করপোরেট গ্রিড এবং আবহাওয়া পরিবর্তনে ব্যর্থ হওয়ার মতো ইস্যু নিয়ে বিক্ষোভ করছে তারা। তবে প্রায় ৮ হাজারের মতো বিক্ষোভকারী দাঙ্গার প্রস্তুতি নিচ্ছে বলেও আশঙ্কা জার্মান প্রশাসনের। গত মঙ্গলবার এ কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তবে যেকোনো ধরনের দাঙ্গা প্রতিহত করতে ২০ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, এবারের জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।  এবারের সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধিদের স্বাগত জানাবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জি২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ