পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এবার ভোক্তাদের জন্য বাজারে নিয়ে এসেছে বিভিন্ন স্বাদের দই। গত সোমবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানে পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ইলিয়াস মৃধা।
অনুষ্ঠানে প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, সম্পূর্ণ দুধের তৈরি এ দই হাতের সংস্পর্শ ছাড়াই এফএফএস প্যাকেজিং মেশিনে তৈরি হচ্ছে। ফলে এটি সূর্যের তাপ ও দূষিত বাতাস থেকে দইকে রক্ষা করবে।
তিনি জানান, টক, মিষ্টি ও কম ক্যালরিযুক্ত এ তিন ধরনের দই এখন ৫০, ১০০ ও ৫০০ গ্রাম প্যাকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসহ চট্টগ্রাম ও সিলেটে পাওয়া যাচ্ছে। এটি পর্যায়ক্রমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে এ পণ্যটি বাজারজাত করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রæপের পরিচালক উজমা চৌধুরী, প্রাণ ডেইরির বিপণন প্রধান মোল্লা ওমর শরীফ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।