পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ইউনিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন হ্যানওয়েন বিডি লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
এদিকে আশুলিয়ার গাজীরচট সড়কে অবস্থিত দারদা নিটওয়্যার লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত উৎপাদন ব্যবস্থাপক আনোয়ার হোসেনকে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে দুপুরে কাজে যোগ দেন শ্রমিকরা।
অপরদিকে শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়ার মদিনা ফ্যাশন ক্র্যাফট লিমিটেড নামক সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।