Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার প্রাক-বাজেট আলোচনা ডিজিটাল পদ্ধতিতে

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। এনবিআরের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রণয়ন-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এ মু’মেন জানান, এনবিআর আধুনিকায়ন ও ডিজিটাল পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে এবার ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রাক-বাজেট আলোচনা শুরু হতো এপ্রিল মাস থেকে। এবার আলোচনার সময় এগিয়ে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করা হবে। এনবিআরের এই কর্মকর্তা আরও জানান, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে দেশের সকল জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা হবে। পশ্চাৎপদ অঞ্চলের স্টেকহোল্ডারদের বাজেট বিষয়ে মতামত ও পরামর্শ নেওয়া হবে।
তিনি জানান, বাজেটে যাতে পশ্চাৎপদ অঞ্চলের মানুষর মতামতের প্রতিফলন ঘটে, সেদিকে নজর রাখা হবে। এ ছাড়া পাবর্ত্য চট্টগ্রামসহ হাওর অঞ্চলের স্টেকহোল্ডারদের প্রাক-বাজেট আলোচনায় ডিজিটাল পদ্ধতিতে সম্পৃক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার প্রাক-বাজেট আলোচনা ডিজিটাল পদ্ধতিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ