Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিউটি ফ্রি শপে চুরি করে চাকুরি হারালেন ইউজিসির কর্মকর্তা

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরি করে চাকুরি হারালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা এম এ ওয়ারেছ। ইউজিসি চেয়ারম্যানের লিয়াজোঁ এন্ড প্রটোকল (সহকারী সচিব) এম এ ওয়ারেছ বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে চুরির পর ধরা পড়েন। মুচলেকা দিয়ে ছাড়া পেলেও ইউজিসির মর্যাদা ক্ষুণœ করার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়। পুরো বিষয়টি তদন্ত করতে কমিশনের ৫ সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করা করেছে। আগামী ১০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিমানবন্দর ও ইউজিসি সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৩টায় তুরস্কের কাউন্সিল অব হায়ার এডুকেশনের (সিওএইচই) একটি প্রতিনিধি দলকে বিদায় দিতে বিমানবন্দর যান এম এ ওয়ারেছ। প্রতিনিধি দলকে বিদায় জানিয়ে ফেরার পথে সকাল ৬ টায় তিনি বিমানবন্দরে একটি ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরি করেন। প্রথমে টাকা চুরির বিষয়টি তিনি অস্বীকার করলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখিয়ে এবং তার পকেট তল্লাশি করে টাকা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয়া হয়। পরে বিকেলে ইউজিসির কর্মকর্তারা থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে পূর্নাঙ্গ বডি জরুরি বৈঠকে বসেন। সেখানে তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ইউজিসির এক বিবৃতিতে ইউজিসি জানায়, বিমান বন্দরে ডিউটি ফ্রি শপে টাকা চুরি করে ধরা খেলেন ইউজিসি কর্মকর্তা এমন খবরের প্রেক্ষিতে কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে। এজন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি ১৯৮৫ এর বিধি ২ এর এফ ধারা অনুযায়ী সহকারী সচিব (প্রটোকল ও লিয়াজোঁ) এম এ ওয়ারেছ-কে ১(১৯০)বিমক-৮২(পার্ট-১)/০৬/৫৬২৫ তাং-০৫/০৭/২০১৭ আদেশ বলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগটি তদন্ত করার জন্য কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন ও প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি। খন্দকার হামিদুর রহমান, পরিচালক, আইএমসিটি বিভাগ, ইউজিসি কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। এর আগে এম এ ওয়ারেছ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়) জিন্নাত রেহেনার কক্ষ থেকে গোপনীয় ফাইল চুরি ও ইউজিসির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর ৫০ হাজার টাকা চুরি করে ধরা খেয়েছিলেন বলে ইউজিসি সূত্র থেকে জানা গেছে। টেক্সটাইল শিক্ষায় বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে তুরস্কের কাউন্সিল অব হায়ার এডুকেশনের (সিওএইচই) প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ ইয়েকতা সারাচ নেতৃত্বে একদল প্রতিনিধি বাংলাদেশে আসেন। মঙ্গলবার গুলশানে ওয়েস্টিং হোটেলে ইউজিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেন। চুক্তি অনুযায়ী প্রতি বছর ৭ জন শিক্ষার্থীকে টেক্সটাইল শিক্ষায় উচ্চতর গবেষণা পিএইচডি করার স্কলারশিপ দিবে তুরষ্ক। #####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউজিসির কর্মকর্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ