Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাজাখস্তানের বক্সিং সুপারস্টারের ইসলামধর্ম গ্রহণ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বাধীন সার্বভৌম কাজাখস্তানের প্রথম অলিম্পিয়ান গোল্ড মেডিলিস্টড় বক্সিং সুপারস্টার রাজধানী আস্তানায় ইসলামধর্ম গ্রহণ করেন। স্বাধীন কাজাখস্তানের প্রথম অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন ট্রফি জয়ী ভাসিলি ঝিরভ আনুষ্ঠানিকভাবে রাজধানীর নূর-আস্তানা মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
‘কাজাখস্তান প্রফেশনাল বক্সিং‘ নামক প্রতিষ্ঠাটি ফেসবুকে তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি রিপোর্ট করেছিল। ভাসিলি ঝিরভ ঈদ উল-ফিতরের প্রাক্কালে ইসলাম গ্রহণ করেন।
রুস্তম আবদুস সালাম ইনস্টাগ্রামে উল্লেখ করেন, ‘গতকাল ছিল একটি বিশেষ দিন... একটি বিশেষ ঈদ!  সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আমরা সকাল ৫টায় ঘুম হতে জেগে উঠি এবং ঈদের নামাজে গিয়েছিলাম। কিন্তু এই সময় ভাসিলি জহিরভকে  আমার পাশে একই সারিতে নামাজ আদায় করতে দেখি এবং এটি ছিল তার  জীবনের প্রথম নামাজ’। সূত্র : ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামধর্ম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ