Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-পাকিস্তান ইস্যুতে ট্রাম্পের আশীর্বাদ চান মোদি

হিজবুল মুজাহিদীন নেতা সালাউদ্দিনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করায় পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক ঃ কাশ্মীর, চীন ও পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পেতে চাইছে ভারত। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন দমন এবং চীন-পাকিস্তানকে চাপে রাখতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরালো করার চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানের সমর্থন এবং চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে চিন্তিত ভারত। পাশাপাশি কাশ্মীরে ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান বার বার জাতিসংঘের কাছে আভিযোগ করে আসছে। কিন্তু জাতিসংঘে বরাবর মধ্যস্থতার বিরোধিতা করে আসছে ভারত। স¤প্রতি জাতিসংঘ মহাসচিব কাশ্মীর সঙ্কট সমাধানে মধ্যস্থতা করতে চেয়েছেন। আর এতে অনেকটা চাপে পড়েছে ভারত। এছাড়া চীনের মধ্যস্থতায় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। সঙ্কট মোকাবেলায় উভয় দেশ একটি কার্যকর প্রক্রিয়া শুরুর বিষয়ে সমঝোতা করেছে। পাশাপাশি যথাসময়ে এবং কার্যকর গোয়েন্দা তথ্য আদান প্রদানেও সম্মত হয়েছে দেশ দু’টি। এসব কারণে আঞ্চলিকভাবে অনেকটা একঘরে হয়ে পড়েছে ভারত। এজন্য নিজেদের শক্তি বাড়াতে মরিয়া দিল্লি। ব্রিকস এবং চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বাণিজ্য প্রকল্প নিয়েও উদ্বিগ্ন ভারত। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরালো করার জন্য ড্রোন কিনছে ভারত। মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তেই ভারতের বহুকাক্সিক্ষত প্রিডেটর ড্রোন দিতে রাজি হয়েছেন ট্রাম্প। ভারতের কাছে ২২টি গার্ডিয়ান ড্রোন বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা এটিকে গেম চেঞ্জার বলে মনে করছেন। তাদের মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হওয়ারই ইঙ্গিত এটি। ড্রোনগুলোর দাম পড়বে ২০০-৩০০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের ৭ হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালাতে পারবে ভারত। ন্যাটো জোটের বাইরে কোনো দেশের সঙ্গে এই প্রথম এ ধরনের চুক্তি করল যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন অস্ত্রের অন্যতম বড় ক্রেতা ভারত। গত বছর পেন্টাগনের কাছে এ ব্যাপারে তিনবার আবেদন করেছিল ভারত। এছাড়া গত সোমবারের বৈঠকে সন্ত্রাসবাদ দমনে যৌথ বিবৃতি দিয়েছেন মোদী ও ট্রাম্প। এ ব্যাপারে দুই দেশ যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি চরম অন্যায়। পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন দেয়া থেকে বিরত থাকবে না। এদিকে ভারত-মার্কিন যৌথ বিবৃতির সমালোচনা করেছে ভারতের বিরোধী দলগুলো। তারা বলছেন, এতে নতুন কিছু নেই। আর ইসলামি সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকার মতামতকেই কার্যত মেনে নিতে হয়েছে ভারতকে। যৌথ বিবৃতিতে ভারতের স্বার্থবাহী কিছু নেই। মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে চীনের উদ্বেগও খুব স্পষ্ট। এ বৈঠক চীনের প্রতি হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম গেøাবাল টাইমসে বলা হয়েছে, ভারত যদি মনে করে থাকে চীনের মোকাবিলা করতে তারা যুক্তরাষ্ট্রের আউটপোস্ট (দেশের বাইরে ঘাঁটি) হিসেবে কাজ করবে, তাহলে ভুল করবে। এই সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয়ের শামিল হবে। প্রতিবেদনে আরো বলা হয়, ভারত যদি নিজেদের নির্জোট অবস্থান থেকে সরে এসে চীনকে রুখতে যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার চেষ্টা করে--তাহলে তারা কূটনৈকতিক কৌশলগত সমস্যায় পড়বে এবং দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হবে। এর কয়েক দিন আগেই চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সীমানায় প্রবেশ করে কয়েকটি অস্থায়ী সেনা বাঙ্কার ধ্বংস করে দিয়েছে। এখন কৈলাস মানস সরোবরগামী ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতে ঢুকতে দেয়া হচ্ছে না। এক সময় আদর্শিক ও কূটনৈতিক বিরোধ মিটিয়ে চীন ও রাশিয়াকে বন্ধু বানানোর মধ্যস্থতা করে উভয়ের সুদৃষ্টি পায় পাকিস্তান। সা¤প্রতিক সময়ে চীনের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও দেশটির সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বাড়ছে। গত বছরের শেষ নাগাদ কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে সেই মুহূর্তে পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়া করেছে রাশিয়া। অপরদিকে তালেবান ইস্যুতে রাশিয়ার অবস্থানও যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য চ্যালেঞ্জ রূপে দেখা দিয়েছে। আফগান তালেবানদের ‘স্বাধীনতাকামী’ আখ্যা দিয়েছে পুতিন প্রশাসন। তাছাড়া আফগানিস্তানে বিনিয়োগ নিয়ে চীন ও ভারত দ্ব›দ্ব চলছে অনেক দিন ধরেই। আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা তো রয়েছেই। এই পরিস্থিতিতে ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গেলেন মোদী। সেখানে দীর্ঘ বৈঠক, করমর্দন, আলিঙ্গন, সন্ত্রাসদমন নীতি, বাণিজ্য, অর্থনীতি নিয়ে বিভিন্ন আলোচনা যেমন নজর কাড়ছে তেমনি প্রতিপক্ষের কপালের ভাঁজ আরো গভীর হচ্ছে। শনিবার থেকে ত্রিদেশীয় সফরে রয়েছেন নরেন্দ্র মোদী। প্রথমে গিয়েছিলেন পর্তুগাল। পরবর্তী গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য নেদারল্যান্ডস। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ