Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম মিল্লাতে ঈদের সূচনা

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

এ. কে. এম. ফজলুর রহমান মুন্্শী : মুসলিম মিল্লাতে ঈদের সূচনা কিভাবে হয়েছে তার প্রেক্ষাপট বর্ণনা করেছেন হযরত-আনাস ইবনে মালেক (রা:)। তিনি বলেছেন : রাসূলুল্লাহ (সা:) যখন মদীনায় উপস্থিত হলেন, তখন তিনি দেখতে পেলেন মদীনাবাসীরা (যাদের মধ্যে বিপুল সংখ্যক লোক পূর্বেই ইসলাম গ্রহণ করেছিল) দুইটি জাতীয় উৎসব পালন করছে। আর এই উপলক্ষে তারা খেলা তামাসায় আনন্দ অনুষ্ঠান করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন : তোমরা এই যে, দুইটি দিন জাতীয় উৎসব হিসেবে উদযাপন কর এর মৌলিকত্ব ও তাৎপর্য কি? তারা বলল : ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে আমরা এই উৎসব এমনই হাসি-খেলা ও আনন্দ উৎসবের মাধ্যমেই উদযাপন করতাম। এখনো পর্যন্ত তাই চলে আসছে। এ কথা শুনে রাসূলুল্লাহ (সা:) বললেন : আল্লাহতায়ালা তোমাদের এই দু’টি উৎসব দিনের পরিবর্তে উহা হতে অধিক উত্তম দুটি আনন্দের দিন ঈদুল ফিতির ও ঈদুল আযহা দান করেছেন। অতএব পূর্বের অবাঞ্চিত উৎসব পরিহার করে তৎপরিবর্তে ঈদুল ফিতির ও ঈদুল আযহা এই দুটি দিনের নির্দিষ্ট অনুষ্ঠানাদি পালন করতে আরম্ভকর। (মুসনাদে আহমাদ, সুনানে আবু দাউদ)।
এভাবেই প্রিয় নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) জাহেলিয়াতের জমানার ‘নীরোজ’ ও ‘মেহেরজান’ নামক দু’টি উৎসবের মূল্যেৎপাটন  করলেন এবং মুসলিম মিল্লাতের দু’টি জাতীয় উৎসবের শুভ সূচনা করলেন। এর একটি হলো ঈদুল ফিতর আর অপরটি হলো ঈদুল আযহা। ঈদুল ফিতর হচ্ছে একাধারে একটি মাসকাল ধরে একনিষ্ঠভাবে রোজা পালন ও কৃচ্ছ সাধনের পর উহা অবসানের আনন্দোৎসব। আর ঈদুল আযহা হলো হজ্জ করার পর আল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করার অনুষ্ঠান। আর এই দুটি আমল রোজা ও হজ্জ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এতদুভয়ে রোজা ও হজ্জ পালনকারীদের সার্বিক কল্যাণের জন্য ও মুসলিম উম্মাহ্্র জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে উৎসব আনন্দের মূল উৎস হলো সমবেতভাবে ইমামের পিছনে দুই রাকআত নামাজ আদায় করা ও তাঁর খুতবাহ শ্রবণ করা। এর মাধ্যমে মুসলিম মিল্লাতের ঐক্য সংহতি, ঈমান ও শৌর্য  বীর্যের প্রাচুর্য দেখা দেয় এবং তারা একান্তভাবে আল্লাহপাকের নিকট আত্মসমপিত বান্দাহ হিসেবে পরিচিত লাভে ধন্য হয়ে থাকেন। আমীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ