Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাক্কায় আইএসের বিরুদ্ধে গণবিদ্রোহের খবর মিথ্যা

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
সিরিয়ার রাক্কায় আইএসের বিরুদ্ধে গণবিদ্রোহ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বলে আখ্যায়িত করা হয়েছে। গণমাধ্যমে বলা হয়েছিল, দুশ’ আইএস সদস্য তাদের সাবেক সহযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য শহরের পাঁচটি সুরক্ষিত স্থানে নিজেদের আলাদা করে ফেলেছে এবং আইএসের কালো পতাকার স্থলে উড়িয়েছে সিরিয়ার জাতীয় পতাকা।
রাশিয়া সরকারের বার্তা সংস্থা স্পুটনিককে একটি সূত্র বলেছে, প্রায় দুশ’ দায়েশ জঙ্গী রাক্কা শহরের প্রবেশ পথে অবরুদ্ধ হয়ে স্থানীয় জনগণের পক্ষে চলে যেতে বাধ্য হয়েছে।
এদিকে আইএসের পক্ষে সরাসরি রিপোর্ট করে ‘রাক্কা ইস বিইং সøটার্ড সাইলেন্টলি’ বা আরবিএসএস নামের তরুণ একটি সাংবাদিক গ্রুপ এই প্রতিবেদনকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে। এই সংগঠনের নিজস্ব একাউন্ট থেকে টুইট করে তারা বলেছে, ‘রাক্কা শহরের অভ্যান্তরে স্থানীয় জনগণ ও আইএসের মধ্যে সংঘর্ষের যে কথা সিরিয়ান টিভি বলছে তা সত্য নয়’।
‘রাক্কা শহর আজ ছিল শান্ত এবং আবহাওয়া ধূলিময়’। রাক্কাকে সিরিয়ায় আইএসের রাজধানী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। শহরটি ২০১৪ সালের আগস্ট থেকে আইএসের দখলে রয়েছে। রাশিয়ার বিমান হামলার সমর্থন নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর চারপাশ ঘিরে রেখেছে এবং আইএসের শক্ত ঘাঁটিতে প্রবেশের রাস্তা বের করার চেষ্টা চালাচ্ছে। সূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাক্কায় আইএসের বিরুদ্ধে গণবিদ্রোহের খবর মিথ্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ