পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : কালবৈশাখী ঝড়ের কারণে গাছ চাপায় রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈর, পাবনার বেড়া ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতঘর এবং দোকানপাট। এছাড়া ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চরবেনুপুর এলাকায় রোববার রাতে ঝড়ে গাছ পরে আহম্মদ আলী (৪০) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো পাঁচজন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে মৌসুমী সবজী, অসংখ্য গাছ ও অর্ধশতাধিক কাঁচা ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আহম্মদ আলী উপজেলার চর বেনুপুর এলাকায় একটি চায়ের দোকানে কাজ করত। রোববার রাত সারে সাতটার দিকে প্রবল মৌসুমী ঝড় শুরু হয়। এসময় দোকানীসহ বেশ কয়েকজন চায়ের সেখানে উপস্থিত ছিল। ঝড়ে বিশাল আকৃতির একটি গাছ ভেঙ্গে পরে দোকানের উপর। এসময় গাছের নিচে চাপা পরে সে নিহত হয়। আহত হয় আরো পাঁচজন। আহতদের মধ্যে আমিনুর নামের একজন স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি রয়েছে।
এছাড়া উপজেলার ঢালজোড়া, ফুলবাড়িয়া, মধ্যপাড়া, মৌচাক, চাপাইর ইউপি ও কালিয়াকৈর পৌরসভা এলাকার বনবিভাগের সরকারী গাছসহ সাধারণ মানুষের রোপনকৃত অসংখ্য গাছ, অর্ধশতাধিক কাঁচা ঘর ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ভেঙ্গে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় পর সারারাত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
রায়পুর উপজেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ে গাছ চাপায় হারুনুর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৬ মার্চ) রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ পূর্ব কেরোয়া গ্রামের মৃত কবির উল্লাহ মাস্টারের ছেলে। স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন হারুন। বাড়ীর কাছাকাছি পৌঁছলে ঝড়ে একটি নারকেল গাছ উপড়ে তার ওপর পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনায় গত রোববার রাতে বয়ে যাওয়া প্রচ- ঝড়ে বেড়া উপজেলায় ১ জন নিহত হয়েছেন। প্রায় একই সময়ে জেলার সর্বত্র প্রচ- ঝড় ও শিলাবৃষ্টি হয়। ঝড়ে জেলার ৯ উপজেলায় প্রায় ৫ শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বেড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামের আব্দুস সামাদের পুত্র মোহাম্মদ আলী উপর গাছের ডাল ভেঙ্গে পড়লে তিনি মারা যান। ঝড় ও শীলাবৃষ্টিতে প্রাণহানী ছাড়াও আমের মুকুল, পেঁয়াজ, গম, মরিচ, পটলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।