পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের গ্রেফতার চেয়ে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল বোরবার রেজিস্ট্রি ডাকযোগে এস এম জুলফিকার আলী জুনু স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও বিআরসির চেয়ারম্যানের বরাবর এই নোটিশ পাঠান। নোটিশে সুলতানা কামালের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সুলতানা কামালকে গ্রেফতার করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, সুলতানা কামাল দেশের একজন বিশিষ্ট নাগরিক হওয়া সত্তে¡ও কিছু দায়িত্বহীন বক্তব্য ও মন্তব্য করে যাচ্ছেন। তিনি স¤প্রতি ইসলাম ধর্মের ধর্মীয় উপসানালয় মসজিদ সম্পর্কে কটূক্তি করেছেন। তিনি বলেছেন- ‘ভাস্কর্য না থাকলে মসজিদও থাকা উচিত নয়’। তার এই মন্তব্য অনুভূতিতে আঘাত এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং এই বক্তব্য কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
নোটিশে বলা হয়, স¤প্রতি ফেসবুক, বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে, সুলতানা কামাল দেশের একজন বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মী হওয়া সত্তে¡ও কিছু দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও মন্তব্য করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য দেখতে পারি যাতে তিনি ইসলাম ধর্মের ধর্মীয় উপাসনালয় মসজিদ সম্বন্ধে কটূক্তি করেছেন। আমি একজন ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান এবং দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবে সংক্ষুদ্ধ হয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।