Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জ্ঞান ও দক্ষতা দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করুন-শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।
গতকাল (সোমবার) ঢাকায় ব্যানবেইস মিলনায়তনে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ২০১৪-১৫ সালে ইউনেস্কো অর্থায়নে বাস্তবায়িত ৫টি প্রকল্পের ওপর উপস্থাপন প্রদান করা হয়। ইউনেস্কোর ১ কোটি টাকা সহায়তায় বাস্তবায়িত এ ৫টি প্রকল্পের মধ্যে রয়েছেÑকলেজ শিক্ষকদের প্রশিক্ষণ ম্যানুয়েল প্রকাশ, বেসরকারি কলেজের গ্রন্থগারিকদের প্রশিক্ষণ, রাজধানীর অদূরে সাভারে বংশী নদী রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, পালা গানের মাধ্যমে সুনামগঞ্জে নারীর অধিকার রক্ষা আন্দোলন এবং লোক সংগীত শিল্পী আব্দুল আলীমের জীবন ও কর্মের ওপর গবেষণা। নাহিদ তার বক্তৃতায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিশ্বসংস্থা ইউনেস্কোর উদ্যোগের প্রশংসা করে বলেন, মুক্ত আকাশ সংস্কৃতির এ যুগে নিজস্ব সংস্কৃতি বেশি বেশি চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করা সম্ভব। অনুষ্ঠানে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, ঢাকায় ইউনেস্কো কার্যালয়ের প্রোগ্রাম স্পেশালিষ্ট কিচি ইয়াসো এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মোঃ মনজুর রহমানও বক্তৃতা করেন।
 




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্ঞান ও দক্ষতা দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করুন-শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ