Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় জাল-জালিয়াতির অপরাধ -বিজিবি ও র‌্যাব সদস্যসহ চারজনের ৭ বছরের জেল

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনায় জাল-জালিয়াতির অপরাধে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যসহ চারজনকে ৭ বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
গতকাল সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ পৃথক দু’টি ধারায় এ দ-াদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দ-প্রাপ্তরা উপস্থিত ছিলেন। দ-প্রাপ্তরা হলেন, খুলনার দৌলতপুর পাবলা এলাকার সামছুল আলমের ছেলে মোঃ আকিদুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য তৎকালীন সময়ে খুলনায় ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন, সোনাডাঙ্গার বয়রা এলাকার মৃত ইসকেন্দার আলীর ছেলে সৈয়দ ওবায়দুল ইসলাম বিজিবির সদস্য (তৎকালীন সময়ে র‌্যাব-৬ খুলনায় ডেপুটেশনে সৈনিক পদে কর্মরত ছিলেন), খালিশপুর ক্রিসেন্ট কলোনীর সরোয়ার হোসেনের ছেলে  মোঃ জসিম উদ্দিন ও খালিশপুর হাউজিং বাজার এলাকার মোঃ শহিদুল্লাহের ছেলে মইনউদ্দিন।
উল্লেখ্য, ২০১২ সালের ৭ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর এসএম খুরশিদ আলম টোনার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়। পুলিশ ওই মোটর সাইকেল উদ্ধারের জন্য ৮ এপ্রিল ভোরে খালিশপুর হাউজিং এলাকা থেকে মঈন উদ্দিনকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মঈন খালিশপুরসহ আশপাশ এলাকায় একটি মোটর সাইকেল চোর সিন্ডিকেটের কয়েকজন সদস্যের নাম বলে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ নগরীর খালিশপুর ও দৌলতপুরের একাধিক স্থানে অভিযান চালিয়ে সৈয়দ ওবায়দুল ইসলাম, মো. আকিদুল ইসলাম এবং জসিমউদ্দিনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দু’টি ডিসকোভারি, একটি পালসার ও একটি হাঙ্ক মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শফিকুল বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন (জিআর ৭০/১২)।
একই মাসের ৯ এপ্রিল মামলার তদন্তকর্মকর্তা খালিশপুর থানার তৎকালীন এস আই মানস রঞ্জন দাস খুলনা মহানগর হাকিম আদালতে আসামীদের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম মোঃ কেরামত আলী আসামীদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীরা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্বীকার করে জবানবন্দি দেয়। এ ঘটনা তদন্তে তৎকালীন সময় ঢাকা থেকে র‌্যাব সদস্যের উচ্চ পর্যায়ের একটি গোয়েন্দা দল খুলনায় এসে তদন্ত করেন। ঘটনায় জড়িত বিজিবি ও র‌্যাব সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো। মামলার সমস্ত স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় দ-বিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় গতকাল সোমবার তাদেরকে এ কারাদ-াদেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় জাল-জালিয়াতির অপরাধ -বিজিবি ও র‌্যাব সদস্যসহ চারজনের ৭ বছরের জেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ