Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের সুযোগ দেয়া হবে না -খালেদা জিয়া

সামনে আসছে শুভ দিন ধানের শীষে ভোট দিন

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের বর্জনের মুখে আওয়ামী লীগ একতরফা নির্বাচনে পাস করে আসলেও আগামী নির্বাচনে আর এমনটি হবে না বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, একতরফা নির্বাচন করে আওয়ামী লীগকে আর ক্ষমতায় যেতে দেয়া হবে না। আওয়ামী লীগ মনে করছিলো অতীতের মত একতরফা নির্বাচন করে আবার ক্ষমাতায় যাবে। না, তাদেরকে আর সে সুযোগ দেয়া হবে না। অনেক সুযোগ পেয়েছে, দেশটাকে উন্নয়নের নামে লুটেপুটে খাচ্ছে তারা। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, সামনে আসছে শুভ দিন ধানের শীষে ভোট দিন। গতকাল বুধবার গুলশানে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, তারা নির্বাচন ভয় পায়। এবার একতরফা ইলেকশনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। সরকার চুরি করে ক্ষমতায় থাকতে চায় এমন অভিযোগ করে তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা লুটপাট শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে তারা, মামলা দেয়া হচ্ছে। জুলুম করা হচ্ছে। পাহাড় ধসে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহŸান জানিয়ে খালেদা জিয়া বলেন, সেনা সদস্যসহ সকলের বিষয়ে নজর দিন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সমালোচনা করে দেশের সাবেক সরকার প্রধান বলেন, সকল জিনিসের দাম বেশি। বিদ্যুতের দাম বেশি। গরিবের আজ দুরাবস্থা। তাদের সমস্যার কথা কানে নিচ্ছে না সরকার।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনকে সবচেয়ে বেশী ভয় পায়। আওয়ামী নির্বাচনে কিভাবে চুরি করে তা প্রতিটি পত্রিকায় প্রকাশ হয়েছে। তারা ভাবছে আগামী নির্বাচনেও চুরি করে ক্ষমতায় বসবে। না তাদেরকে এবার চুরি করে ক্ষমতায় বসতে দেবে না জনগণ। আর যদি মনে করে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় তা করতে দেয়া হবে না। এবারের নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণের নির্বাচন।
তিনি বলেন, হাসিনাও নির্বাচনে অংশ নেবে কিন্তু তার অধীনে কোন নির্বাচন হবে না। এদেশের জনগণ বুঝে গেছে হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।
বিএনপি নির্বাচনকে ভয় পায় না উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, আমরা নির্বাচনকে ভয় পাই না। আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। তবে সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে। যেখানে সকল জনগণ তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। নিরপেক্ষ নির্বাচন হলেই জনগণ বুঝিয়ে দেবে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন।
একদিকে আওয়ামী লীগ দেশ থেকে অর্থ পাচার করছে অরেক দিকে তারা মানুষ গুম, খুন, মামলা, হামলা নিয়েই তারা ব্যস্ত রয়েছে অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, পুলিশ দিয়ে তারা দেশের মানুষদের দমন করে রাখবে। কিন্তু না এটা কোনো দিনই পারেনি কেউ, এরাও পারবে না। পুলিশ দিয়ে এ দেশের মানুষকে দমন করে রাখা যাবে না। সরকার বিরোধী দলকে দমন করার জন্য বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। নতুন নতুন মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।
দেশের অবস্থার কথা বর্ণণা করে খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা খুব খারাপ। দ্রব্য মূল্যের দাম দিন দিন বেড়েই চলেছে। মানুষ এখন দু-বেলা ভাল ভাবে খেতে পারে না। এ সরকার গ্যাসের দাম, বিদ্যুতের দাম, দ্রব্যমূল্যের দাম, ঘর ভাড়া বাড়িয়েছে। সরকার সাধারণ এবং গরীব মানুষদের সমস্যা সমাধানের কোন ব্যবস্থা নিচ্ছে না। কারণ সরকার বুঝতে পেরেছে তাদের সময় শেষ হয়ে গেছে। এই জন্যই তারা লুটপাট করে যা পারে নিয়ে যাচ্ছে।
চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের ঘটনায় শোক প্রকাশ করে উদ্ধার কাজ এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিক সময়ে ত্রাণ পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহŸান জানান খালেদা জিয়া।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, উত্তর মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।



 

Show all comments
  • অাবিদুর রহমান অাকিব ১৫ জুন, ২০১৭, ১২:২৬ এএম says : 0
    অামরা গনতন্ত চাই।
    Total Reply(0) Reply
  • S. Anwar ১৮ জুন, ২০১৭, ১১:০৫ এএম says : 0
    বার বার ধান খেয়ে পেয়ে গেছো পার l এইবার ঘুঘু তোমার রক্ষা নাহি আর ll
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ