পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : অর্ধেক রমজানেই খতমে তারাবী শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র রমজান উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিবছর খতমে তারাবীর আয়োজন করা হয়। নিয়মিতভাবে বিএনপি প্রধান ২০/২১ রমজানের দিকে সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যান। সেজন্য এ খতমে তারাবী প্রতিবছরই রমজানের ১৫টির মধ্যেই শেষ করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইনকিলাবকে জানান, গত ১৪ রমজান শনিবার রাতে তারাবী নামাজের মধ্য দিয়ে এ কোরআন খতম সম্পন্ন হয়। খতমে তারাবীর এ আয়োজনে নারীরাও যাতে অংশ নিতে পারেন সেজন্য শুরুর দিন থেকেই তাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছিল।
দু‘জন কোরআনে হাফেজের ইমামতিতে এ খতম তারাবিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, দলীয় নেতা এমরান সালেহ প্রিন্স, আমিরুল ইসলাম খান আলিম, শহীদুল ইসলাম বাবুল, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব আব্দুস সাত্তারসহ মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীগণ ও কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরাও নিয়মিত অংশ নেন।
তারাবী নামাজে কোরআন খতম শেষে এক বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি উপস্থিত সবার এবং তাদের পরিবারের জন্যও দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।