Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অব্যবহৃত ৫২০০ হজ কোটা ক্ষতিগ্রস্ত এজেন্সি’র মাঝে বন্টন করতে হবে

নতুন কোটা আনতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

কোটা বঞ্চিত হজ এজেন্সীর আহবায়ক কমিটি
স্টাফ রিপোর্টার  : সরকারী অব্যবহৃত ৫২০০ হজ কোটা ক্ষতিগ্রস্ত কোটা বঞ্চিত হজ এজেন্সিগুলোর মাঝে বন্টন করে দিতে হবে। হজ কোটা বন্টনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত এজেন্সিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। হাজীদের স্বার্থ রক্ষা করা না হলে আল্লাহর গজব নেমে আসবে। গতকাল রাজধানীর একটি হোটেলে সরকারী অব্যবহৃত ৫২০০ হজ কোটা অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিগুলোর মাঝে সমবন্টন করার দাবীতে কোটা বঞ্চিত হজ এজেন্সীর আহবায়ক কমিটি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের সভাপতি আলহাজ মাহফুজ বিন সিরাজের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোল্ডজয় ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মাওলানা শামসুল হক, মাওলানা কুতুব উদ্দিন, মোস্তফা কামাল আজাদী, খালেদ সাইফুল্ল্যাহ, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম। সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারী নিয়ম নীতি মানতে গিয়ে প্রাক-নিবন্ধন করতে গিয়ে শত শত হজ এজেন্সি’র হজযাত্রীরা সিরিয়ালের পেছনে পড়ে গেছে। হাবের ইজিএমের সিদ্ধান্ত অনুযায়ী সরকারী অব্যবহৃত কোটাসহ সকল অব্যবহৃত কোটা বঞ্চিতদের মাঝে অতিদ্রæত বন্টনের দাবী জানান নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে মাহফুজ বিন সিরাজ সর্বোচ্চ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অপেক্ষমান ৫০ হাজার হজযাত্রীর নতুন কোটা আনার জন্য বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ অব্যবহৃত ৫২০০ কোটা ক্ষতিগ্রস্ত হজ এজেন্সীর মাঝে বন্টনের দাবীতে আগামী সোমবার থেকে নয়াপল্টনস্থ হাব কার্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। সভায় হাবের অসুস্থ সভাপতি আব্দুস ছোবহান ভ’ঁইয়ার আশু আরোগ্য লাভ ও অপেক্ষমান সকল হজযাত্রীদের হজে গমন নিশ্চিতকরণে বিশেষ মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ