Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বৃষ্টি ঝড়ো হাওয়া

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ; রাজধানীতে সকাল থেকেই সূর্যের প্রভাব থাকলেও সন্ধ্যায় আকাশ মেঘলা হতে শুরু করে। সন্ধ্যার পরপরই নগরীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সাথে দেখা দেয় ঝড়ো হাওয়া। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
বিকাল ৫টার দিক থেকে রাজধানীর আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে মেঘে আকাশ ঢেকে যেতে থাকে। মাগরিবের কিছুক্ষণ পরই দমকা হাওয়া শুরু হয়। একই সাথে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা যায়। এ খবর লেখা পর্যন্ত দমকা হাওয়া ও বৃষ্টি অব্যাহত ছিল।
অন্যদিকে গত ২৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে প্রচন্ড শিলাবৃষ্টির তা-বে রাজধানীতে ছিন্নভিন্ন গাছের পাতা চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ আহত হয়, গাছও উপড়ে যায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতকাল শেষে সারাদিনের রোদে বায়ুম-লের উত্তাপ বেড়ে গেছে। অনেক দিন শীতল থাকার পর আবহাওয়া হঠাৎ গরম হলে বাতাস উপরের দিকে উঠে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় শিলায় পরিণত হয়। পরে তা বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে। এ সময় এমনটা হওয়া স্বাভাবিক বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। রবিবার ফাল্গুন মাসের ২৩ তারিখ। ফাল্গুন ও চৈত্রের বসন্ত ঋতু এখন প্রকৃতিতে।
আবহাওয়া অধিদফতর রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ও সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপর একটি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মার্চ মাসের শেষের দিকে দেখা দিতে পারে মৃদু তাপপ্রবাহের, একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, মার্চ মাসে বৃষ্টিপাতের সঙ্গে দিনের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি।
মার্চ মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দু’দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় ও দেশের অন্যান্য স্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে।
রূপগঞ্জে ঘর-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ মিনিটের কাল বৈশাখীর ঝড়ে কাঁচা ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রূপগঞ্জ প্রেসক্লাবের ভবনের চালা উড়িয়ে নিয়ে গেছে। রোববার (০৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হয় ঝড়।
মানবাধিকার কর্মী মনির হোসেন বলেন, প্রচ- ঝড়ে ভোলাব এলাকার প্রায় ২০টি কলাবাগান, ১০টি আখের জমিসহ বেশ কয়েকটি কাঁচাঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টির কারণে ধান ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
দাউদপুর এলাকার কৃষক আমির হোসেন বলেন, দাউদপুরসহ আশপাশের এলাকার লাউ, সিম, পুঁইশাক, ডেরস, কুমরা, টমেটোসহ বিভিন্ন প্রকার সবজির বাগান নষ্ট হয়ে গেছে। এখন চাষীদের মাথায় হাত দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, বিভিন্ন এলাকায় ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন থেকে যতটুকু পারা যায় সহযোগিতা করা হবে।
পাবনায় বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় ফাল্গুনের শেষার্ধেই গতকাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। বিকাল ৫টার দিকে জেলার সকল উপজেলার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ বিভাগ বলছে, ঝড়ে কারণে বিদ্যুৎ সঞ্চালন গ্রীড লাইন বন্ধ করে দেয়া হয় জানা মালের নিরাপত্তার কারণে। প্রাথমিকভাবে কাঁচা-ঘর বাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে সর্বশেষ আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে বৃষ্টি ঝড়ো হাওয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ