Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় আ’লীগ সমর্থিত প্রার্থীকে পেটালেন এমপি’র ভাই টোকেন চৌধুরী

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে পেটালেন এমপি’র ভাই টোকেন চৌধুরী ও তার ক্যাডার বাহিনী।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে টোকেন চৌধুরী ও তার ক্যাডার বাহিনীর হামলার হামলার শিকার হোন রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলাম বাবু ও তার কর্মী- সমর্থকরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলাম বাবু তার কর্মী ও সমর্থকদের নিয়ে আল্লারদর্গা বাজারে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গেলে সেখানে জামিরুল ইসলাম বাবুর ওপর হামলার মামলার প্রধান আসামী বখতিয়ার রহমান বাচ্চুকে দেখতে পেয়ে তার ওপর হামলা চালায়। এসময় বাবুর লোকজন বাচ্চুকে বেধড়ক মারপিট করলে সে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের ভিতর যুবলীগ নেতা বখতিয়ার রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোটভাই ও দৌলতপুর যুবলীগের আহ্বায়ক টোকেন চৌধুরী ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলাম বাবুর ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এসময় টোকেন চৌধুরীর ক্যাডার বাহিনী চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলাম বাবুর কর্মী ও সমর্থকদেরও বেধড়ক লাঠিপেটা করতে থাকে। পরে টোকেন চৌধুরী চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলাম বাবু ও তার লোকজনদের দলীয় কার্যালয় থেকে বের দেয়। স্থানীয় ইউপি সদস্য দিনু মেম্বর জানান, আমি আল্লারদর্গা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বসে থাকা অবস্থায় জামিরুল ইসলাম বাবু তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়ে বাচ্চুকে দেখতে পেয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে টোকেন চৌধুরী চেয়ারম্যান প্রার্থী বাবু ও তার লোকজনকে মারপিট করে পরিস্থিতি শান্ত করে। হামলা ও মারপিটের বিষয়ে টোকেন চৌধুরী জানান, আওয়ামী লীগ দলীয় অফিসে নৌকা প্রতীক পাওয়া চেয়াম্যান প্রার্থী বাবু ও যুবলীগ নেতা বাচ্চুর মধ্যে পূর্ব বিরোধ নিয়ে বাকবিত-া হলে বিষয়টি আমি মীমাংসা করে দিয়েছি। এখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়ায় আ’লীগ সমর্থিত প্রার্থীকে পেটালেন এমপি’র ভাই টোকেন চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ