Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওদুদের মতো আমাকেও এক কাপড়ে বের করেছিল -খালেদা জিয়া

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে বের করে দেয়ায় প্রতিবাদ করে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়া বলেছেন, আজকে যাকে তাকে বাড়ি থেকে বের করে  দেয়া হচ্ছে। কি আচরণই না করছে। অথচ তাদের (আওয়ামী লীগ) নেতাকর্মীরা যার-তার বাড়ি দখল করছে। কিন্তু  যাদের বাড়ি তাদেরকে ফিরেয়ে দিচ্ছে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মওদুদ আহমদ ৩০ বছর  বাড়িতে  আছেন,  আজকে তাকে রাস্তায় বের করেছে। আমিও যে বাড়িতে ৪০ বছর বসবাস করেছি, সে বাড়ি থেকে আমাকেও এক কাপড়ে বের করেছে। তারা যে বাড়ি ঘর দখল করছে তা জনগণ দেখছে।  তাদেরকেও (আওয়ামী লীগ) জনগণ এক কাপড়ে বিদায় করে দেবে। এরাও ভালোভাবে থাকতে পারেব না।
গতকাল বুধবার বিকালে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (বসুন্ধরা) পুষ্পগুচ্ছ হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেছেন আয়োজক সংগঠনের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, দেশে কি অবস্থা সবাই জানেন। দেশের অবস্থা  মোটেও ভালো নেই। যারা ক্ষমতায় বসে আছে জোর করে, গায়ের জোরে পুলিশ বিভিন্ন সংস্থা ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। মানুষের যে দুরাবস্তা এর দিকে তাদের নজর নেই। দেশের মানুষ ভালো খেতে পারে না।
তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ বেকার। তারপরও এরা (আওয়ামী লীগ) বড় বড় কথা বলে কাজ করে যাচ্ছে, মিথ্যা কথা বলে টিকে আছে। তিনি আরও বলেন, বাজেটে লাভবান হবে শুধু তারা। যারা ক্ষমতায় আছে তারা। ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ।
আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি প্রধান বলেন, নিজেদের দলের লোকের উপর নিয়ন্ত্রণ নেই। প্রশাসনে চলছে লুটপাট। দখল, জবর দখল করে এরা ক্ষমতায় আছে।
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, মানুষ চায় পরির্বতন। চায় আগামী দিনে সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়। হাসিনার অধীনে  সকলে নির্বাচনে অংশ নেবে না। কমিশন চাইলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। সেই জন্যই  প্রয়োজন হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নিবার্চনের ব্যবস্থা করা।
নির্বাচন কমিশন (ইসি) উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকারের চাটুকারিতা না করে, জনগণের চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করে তাদের আশা আকঙ্খাকার প্রতিফলন ঘটান।
ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, অধ্যাপক আব্দুল মান্নান, এ জেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়–য়া, অধ্যাপক মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি,  পেশাজীবীদের মধ্যে প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, জাকির হোসেন, সাংবাদিক এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী প্রমুখ এ্যাবের ইফতারে অংশ নেন।



 

Show all comments
  • parvez Chowdhury ৮ জুন, ২০১৭, ৯:০২ এএম says : 0
    People of Bangladesh will not care about your Palace until they ever live in a palace like you!
    Total Reply(1) Reply
    • harun ur rashid ৮ জুন, ২০১৭, ১:২০ পিএম says : 4
      I agree with you, people don't think about their personal matter
  • শাফায়েত ৮ জুন, ২০১৭, ৩:২৮ পিএম says : 0
    সমবেদনা জানানো ছাড়া তো আমাদের কিছু করার নাই। কারণ এটা কোর্টে নির্দেশ।
    Total Reply(0) Reply
  • সাদিয়া ৮ জুন, ২০১৭, ৩:৩১ পিএম says : 0
    নির্বাচন কমিশন কি পারবে জনগণের চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করে তাদের আশা আকঙ্খাকার প্রতিফলন ঘটাতে ?
    Total Reply(0) Reply
  • লোকমান ৮ জুন, ২০১৭, ৩:৩৬ পিএম says : 0
    নোটিশ ও একটু সময় দিয়ে কি কাজটা করা যেতো না ?
    Total Reply(0) Reply
  • মাঈদুল ৮ জুন, ২০১৭, ৩:৩৮ পিএম says : 0
    দেশে যে এখন কী অবস্থা চলছে সেটা আল্লাহই ভালো জানেন।
    Total Reply(0) Reply
  • রিয়াজ ৮ জুন, ২০১৭, ৩:৩৯ পিএম says : 1
    সামনে যে আরো কত কিছু হবে ???????????????
    Total Reply(0) Reply
  • N sarker ৮ জুন, ২০১৭, ৪:৫০ পিএম says : 0
    আপনি সান্মানের সাথে বাড়ি ছাড়তে পারতেন। এই মওদুদের বুদ্দিতে আপনার অ-সান্মান। মওদুদের বুদ্ধি কক্ষনো ভাল না। ওর ইতিহাস তা বলে না।
    Total Reply(0) Reply
  • মোঃ জাহাঙ্গীর আলম বাসার ৮ জুন, ২০১৭, ৯:০৯ পিএম says : 0
    আমি একজন সাধারণ মানুষ । তবে এটা বুঝি বাংলাদেশ সেটেলমেন্ট সিএস, আরওআর, বিআরএস, এবং দখল স্বত্ব, খাজনা, খারিজ বৈধ থাকলে কোন শক্তি প্রয়োগেই কাউকে অপসারন করা সম্ভব হবেনা । আর আজ যাকে নিয়েপ্রশ্ন তুলছে উনি একজন বিশিষ্ট আইনবিদ ব্যারিষ্টার । উনার যদি এই বিষয়ে সম্যক্ষ জ্ঞান না থাকে তবে আমরা সাধারণ দর্শক ছাড়া আর কি করতে পারব? আর যদি এমন হয় জোর যার মুল্লুক তার...............তবে আমি বলব >>>দাদা বাটি ভেঙ্গো না । পরে আমার কাজে লাগবে ।
    Total Reply(0) Reply
  • S. Anwar ১৩ জুন, ২০১৭, ১১:৫৫ পিএম says : 0
    রাতের পর দিনতো এক সময় আসবেই। কিন্তু ঘটনাগুলো যেন ততোদিন স্মরণ থাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ