Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রক্তপিপাসু দানবীয় শক্তিকে এই মুহূর্তে পরাজিত করতে হবে -খালেদা জিয়া

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপি উগ্রবাদী সন্ত্রাসীরা মানব সভ্যতা বিরোধী রক্তরঞ্জিত নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই রক্তপিপাসু দানবীয় শক্তিকে এই মুহুর্তে পরাজিত করতে হবে। দেশে দেশে এদের প্রাণঘাতি নেটওয়ার্ক নির্মূল করতে হবে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত শনিবার রাতে রাজধানী লন্ডনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র লন্ডন ব্রিজের ফুটপাথে পথচারীদের ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে পিষ্ট করে ও ছুরিকাঘাতে ৭ জনকে হত্যা ও ৩০ জনকে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান খালেদা জিয়া।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, যুক্তরাজ্যে কয়েক মাসে রক্তপিপাসু সন্ত্রাসীরা যেভাবে সাধারণ পথচারী ও নিরীহ মানুষকে আকস্মিক আক্রমণ চালিয়ে হত্যা করেছে তা মানব বিবেককে নিদারুণভাবে ব্যথিত করেছে, বিশ্ববাসীর হৃদয়ে অশ্রæ ঝরেছে।
খালেদা জিয়া আরো বলেন, আর যাতে কোনো ভয়াবহ সন্ত্রাসী হামলা না ঘটে তার জন্য বিশ্ব স¤প্রদায়কে একযোগে প্রস্তুত থাকতে হবে, কঠোর অবস্থান নিয়ে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একযোগে কর্মপন্থা অবলম্বন করতে হবে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গত শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চাপা দিয়ে ও ছুরি নিয়ে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৭ জনের প্রাণহানি ও কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত হয়েছি। এ ঘটনায় গভীর  শোক ও দুঃখ প্রকাশ করছি, নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ