পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিলের একটি জনশক্তি অফিসে যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্য খুন হয়েছেন। তার নাম মো. জাহাঙ্গীর হোসেন (৪৫)।
গতকাল সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজান বলেন, ‘মতিঝিলের সিটি সেন্টারের পেছনের একটি ভবনের চারতলা থেকে চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সেখানে গিয়ে একটি জনশক্তি রফতানিকারক অফিসের ভেতর থেকে যুবলীগ সদস্য জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
এসআই নিজান জানান, বিকাল ৫টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক যুবলীগ নেতা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. জাহিদ জানান, তার ভাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্যবসায়ী। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। মতিঝিলের আরামবাগে তারা ভাড়া বাসায় থাকেন। বাবার নাম ইউনুস মোল্লা। এসআই নিজান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।