Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ফের পেছনের দিকেই হাঁটছে দেশের শেয়ারবাজার। টানা ৬ দিনের পতন শেষে গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য উন্নতি হলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের পতন হয়েছে। রোববার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্সের (ডিএসইএক্স) পতন হয়েছে ৩৭ দশমিক ৩৭ পয়েন্টের। এর ফলে ডিএসইর এ সূচকটি ৪৪৩৫ দশমিক ৪৬ পয়েন্টে নেমে এসেছে। গত সাড়ে ৩ মাসের মধ্যে এটিই ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৫ সালের ১১ নভেম্বর ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল ৪৪২৪ পয়েন্টে।
এদিকে সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের ধস নেমেছে শেয়ারবাজারে। মাত্র দুই কার্যদিবস আগে ২ মার্চ ডিএসইতে ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়েছিল। রোববার তা নেমে এসেছে ৩০০ কোটি টাকায়। দিনশেষে লেনদেন হয়েছে ৩০২ কোটি টাকা। গত আড়াই মাসের মধ্যে এটিই ডিএসইর সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ১৭ ডিসেম্বর ডিএসইতে সর্বনিম্ন ২৮৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সূচকের পতন দিয়ে দিনের লেনদেন শুরু হয়। বিক্রয় চাপে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমে যায়। লেনদেনের শেষ অবধি বিক্রয় চাপ বজায় থাকায় বড় ধরনের পতন দিয়েই শেষ হয দিনের লেনদেন।
লেনদেনে অংশ নেয়া ৩১১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। খাতওয়ারি লেনদেনে দেখা যায়, প্রতিটি প্রধান খাতের অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দর কমেছে।
লেনদেনের শীর্ষে রয়েছে বিএসআরএম লিমিটেড। দিনশেষে কোম্পানিটির ৩২ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমন্টের লেনদেন হয়েছে ১৪ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকা। ১২ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমেÑ ইফাদ অটোস, কাশেম ড্রাইসেল, সিএমসি কামাল, ওরিযন ফার্মা, ওয়ান ব্যাংক, আমান ফিড, ইউনাইটেড পাওয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে দিনশেষে ৮৩২০ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজারে বড় ধরনের দরপতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ