পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বগুড়া অফিস : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর বন্দরে সম্প্রতি নাবী ধ্বংস (মড়ক) রোগ সহনশীল আলু কর্তন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষক সমবায় সমিতির আয়োজনে ও বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো: হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল কৃষিবিদ মো: হযরত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালত মি. চন্ডিদাস কুন্ডু। এছাড়াও বক্তব্য রাখেন মালিক সীডস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সোপান মালিক, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, কৃষিবিদ মোহাব্বত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা নূরে আল সিদ্দিকী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, শিবগঞ্জ উপজেলা কৃষক সমবায় সভাপতির আজমল হোসেন, মালিক সীডস এর ম্যানেজার কৃষিবিদ নূরুল আলম, জি মার্ক ফাউন্ডেশন কো-অর্ডিনেটর কৃষিবিদ ইব্রাহিম খলিল প্রমুখ।
কৃষক সমাবেশে উপস্থিত আলু চাষীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, হল্যান্ড থেকে আমদানীকৃত উন্নত জাতের চার ধরনের বীজ বগুড়ার শিবগঞ্জের চাষীরা উৎপাদন করে থাকেন। ভাইরাস মুক্ত এই চার জাতের আলু ইউরোপ ও আমেরিকায় বেশ চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী এখানে এ আলু উৎপাদন করা হচ্ছে। চাষীদের আগ্রহ বাড়াতে সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারীভাবে কৃষকদের যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।