Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিমদের সাথে খালেদা জিয়ার ইফতার

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজানের প্রথম রোজায় ওলামা-মাশায়েখ-এতিমদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও খালেদা জিয়া ওলামা-মাশায়েখ-এতিমদের সম্মানে রমজানের প্রথম দিনেই এই ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে মদিনাতুল উলুম মহিলা কামিল মাদরাসা, রহমতে আলম মিশন (তেজগাঁও), শান্তিনগর বাজার মসজিদ মাদরাসা ও এতিমখানা এবং ফকিরাপুল মাদরাসা ও এতিমখানার প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলে পৌঁছে বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত ওলামা-মাশায়েখ ও এতিমদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন। এসময় ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান খসরু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ।



 

Show all comments
  • শাহে আলম ২৯ মে, ২০১৭, ১:০২ এএম says : 0
    ওলামা-মাশায়েখ-এতিমদের সঙ্গে নিয়ে ইফতার করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • rdsr 25 ২৯ মে, ২০১৭, ৭:০৭ এএম says : 0
    Dhonnobad dash nattry
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ