Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মোহাম্মদ ছালাহউদ্দিন আরব আমিরাত থেকে,
সংযুক্ত আরব আমিরাতেরব দেরা দুবাই আল কুয়াইতি মসজিদের সামনের একটি নতুন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ লোকমান (২৮) ও বোয়ালখালী উপজেলার আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ মান্নান (৩১)।
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, নিহত দুজনের লাশ আমরা পুলিশ হেড কোয়ার্টারের মর্গে দেখে এসেছি। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে চারটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, দুজনেই দুবাইয়ের আল নাদ কোম্পানির শ্রমিক।  
আল নাদ কোম্পানির অপর এক বাংলাদেশী শ্রমিক মুহাম্মদ আব্বাস বলেন, আমরা মোট ৮ জন ছিলাম। নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নীচে নামে কিন্তু সে আর উপরে উঠেনি। এরপর আরও একজন নীচে নামে সেও উঠেনি। পরে তাৎক্ষনিক আমরা বিষয়টি পুলিশকে অবগত করি।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাইয়ে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ