Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূর্তি সরিয়ে সব ধর্মকে সম্মান করা হয়েছে -আনিসুল হক

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের সামন থেকে বিতর্কিত নারী মূর্তি সরানো নিয়ে বিতর্ক না করার আহবান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি সরিয়ে ইসলাম ধর্মসহ সব ধর্মকে সম্মান করা হয়েছে। গতকাল রাজধানীর সিরডাপে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজতি এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই মূর্তিটা আসলে থেমিসের আসল রুপ নয়। সে ক্ষেত্রে এটা কোনো মূর্তিই ছিল না বলে আমার মনে হয়। এই মূর্তিটা সরিয়ে বরঞ্চ ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মকে সম্মান করা হয়েছে। এটি সরিয়ে ফেলায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট হবে কি না, কিংবা মৌলবাদীদের উত্থান হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এখানে আসল থেমিসকে বিকৃত করা হয়েছে। বিকৃতি থেকে সরে আসতে চাই। বিকৃতির সব সময় নিন্দা করি। এতে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট হয়নি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভবিষ্যতে আসল থেমিসের ভাস্কর্য স্থাপন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সুপ্রিম কোর্টের মালিক তারা বলতে পারবেন।
২০১৬ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের মূর্তির আদলে স্থাপন করা হয়েছিল একটি মূর্তি। এটি স্থাপনের পর থেকেই তা অপসারণের দাবি জানিয়ে আসছিল দেশের আলেম সমাজ। ইসলামী ধারার দলগুলো এ মূর্তি সরানোর দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে আসছিল। হেফাজতে ইসলামীসহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলনে নামে। অরাজনৈতিক এ সংগঠনটি ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিতর্কিত মূর্তিটি সরানোর দাবী জানায়। প্রধানমন্ত্রী জানান তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না এই ভাস্কর্য সেখানে থাকা উচিত। পরবর্তীতে বিচারপতিদের বাসভবন উদ্বোধন উপলক্ষে কাকরাইল গিয়ে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন তিনি। রমজানের আগেই তারা মূর্তি সরানো না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ