পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আজ রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও গতকাল আরব বিশ্বসহ পশ্চিম দুনিয়ায় একটি সওম পালন সম্পন্ন হয়েছে। অর্থাৎ তারা আজ পবিত্র রমজানের দ্বিতীয় দিবসে রয়েছেন। নানা দেশে প্রচন্ড গরমের মধ্যে এবারের সওম পালন করতে হচ্ছে। আবার অনেক দেশে যুদ্ধ বিগ্রহ সঙ্ঘাতের কারণে মানুষের মাঝে স্বস্তি নেই। এরকম একটি দেশ লিবিয়া। বর্তমানে গৃহযুদ্ধ দেশটিকে এমন বেকায়দায় ফেলেছে যে, মিসর তার ওপর বিমান হামলা চালালেও কিছু বলার মতো শক্তি দেশটির আর নেই। দেশটির জনগণ নানাভাবে অর্থ সঙ্কটে ভূগছে। অপরদিকে পণ্যমূল্যও বেশ চড়া। তারপরও গ্রোসারির দোকানগুলোতে ভিড় লেগেই রয়েছে। কারণ, রমজান মাস সমাগত। সাহারী ও ইফতার সামগ্রী জোগাড় করতেই হবে পরিবারের সবার প্রয়োজন মেটাতে। আর সন্ধ্যায় ইফতারে খেজুর তো লাগবেই। তাই পরিবারের মহিলারাও নেমে পড়েছেন প্রয়োজনীয় খেজুর কিনতে। ছবিটি এএফপি তুলেছে ত্রিপোলির ব্যস্ততম একটি খেজুর মার্কেট থেকে। সূত্র : আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।