পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : অভিবাসীদের স্বাগত জানাতে জনকল্যাণমূলক নানা প্রচারণা চালাবে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। ট্রাম্প প্রশাসনের ঘোষিত প্রথম বাজেট প্রস্তাবনায় অভিবাসীবান্ধব শহরগুলোয় বরাদ্দ হ্রাসের আশঙ্কা থাকা সত্তে¡ও এত বড় মাপের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে শিকাগো। খবরে বলা হয়, প্রচারণার আওতায় অভিবাসীদের স্বাগত জানিয়ে শহরজুড়ে বিলবোর্ড স্থাপন করবে শিকাগোর স্থানীয় প্রশাসন। বিলবোর্ড স্থাপনের পাশাপাশি অভিবাসীদের সহায়তা করতে চালু করা হবে নতুন একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি অভিবাসীদের কাছে শিকাগো শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর তথ্য তুলে ধরবে। সেসঙ্গে অভিবাসীদের জন্য আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও বৈধ নাগরিক হওয়ার প্রক্রিয়া-সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে দেয়া থাকবে। শিকাগো শহরের পৌর শনাক্তকরণ কর্মসূচি-বিষয়ক তথ্যও থাকবে ওয়েবসাইটে। প্রসঙ্গত, চলতি বছরের শেষ নাগাদ পৌর শনাক্তকরণ কর্মসূচি চালু করবে শিকাগো। এ কর্মসূচির আওতায় শিকাগোবাসীদের পরিচয়পত্র প্রদান করা হবে। ফলে কেন্দ্রীয় সরকারের নথিতে একজন ব্যক্তির মর্যাদা যাই থাকুক না কেন পরিচয়পত্রটি ব্যবহার করে বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন শিকাগোবাসী। শিকাগোর মেয়র রাম ইমানুয়েল জানান, অভিবাসীরা যদি মার্কিনিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তাদের পক্ষে কথা বলার কেউ না থাকে, তবে তারা অনেক অন্যায় আচরণের সহজ শিকারে পরিণত হবেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য ইমানুয়েলের মতে, বর্তমানে সরকার অভিবাসীদের সঙ্গে অন্যায্য আচরণ করছে। ফেডারেল সরকার অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের আদেশ দিলেও তা অনুসরণ করছেন না ইমানুয়েল। এমনকি অভিবাসীদের জন্য অভয়ারণ্য হিসেবে পরিচিত অন্যান্য শহরের মেয়রদেরকেও তিনি এ নির্দেশ এড়িয়ে চলতে উদ্বুদ্ধ করছেন। গত মাসে মার্কিন বিচার বিভাগ জানায়, অবৈধ অভিবাসন ও সহিংস অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় শিকাগো ও নিউইয়র্কের বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিকাগো ও নিউইয়র্ককে সতর্ক করে দিয়ে বিচার বিভাগ জানায়, সরকারি সংস্থাগুলোর কাছে অবৈধ অভিবাসী-বিষয়ক তথ্য গোপনের এখতিয়ার কোনো অঙ্গরাজ্যের নেই। তবে শহরগুলো জানায়, অপরাধী তদন্তের সঙ্গে কোনো অভিবাসী জড়িত থাকলে, সরকারি সংস্থাগুলোকে সে বিষয়ে পূর্ণ সহযোগিতা করা হয়। সাধারণত কোনো ব্যক্তির অভিবাসন প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, সে-সংক্রান্ত প্রশ্ন করা থেকে পুলিশ বিভাগকে বিরত রাখা হয় বলে জানায় শহরগুলো। এদিকে সোমবার অভিবাসীবান্ধব শহরগুলোর এখতিয়ার কমাতে পদক্ষেপ গ্রহণ করেন অ্যাটর্নি জোনারেল জেফ সেশনস। তিনি বলেন, যেসব শহর কর্মকর্তাদের কেন্দ্রীয় সরকারকে অভিবাসী-বিষয়ক তথ্য প্রদান করা থেকে বিরত রাখবে, তারাই অভিবাসীবান্ধব বা অভয়ারণ্য শহর হিসেবে পরিগণিত হবে। এছাড়া কেন্দ্রীয় সরকারকে অভিবাসী-সংক্রান্ত তথ্য প্রদান করতে তথাকথিত অভিবাসীবান্ধব শহরগুলোর ওপর চাপ প্রয়োগ করতে চায় ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের প্রথম বাজেট প্রস্তাবনায় এসব শহরের জন্য হোমল্যান্ড ও সিকিউরিটি বিভাগ (ডিএইসএস) ও বিচার বিভাগের (ডিওজে) বরাদ্দকৃত তহবিল কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।