Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সউদী আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশী আহত হয়েছেন। সউদী আরবের স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। সউদী আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সোহেল মিয়া (কিশোরগঞ্জ), নজরুল ইসলাম (টাঙ্গাইল), আবু আল মাহমুদ (টাঙ্গাইল), এরশাদ আলী (নবাবগঞ্জ, ঢাকা) ও মোহাম্মদ আলী (টাঙ্গাইল)। আহত দুইজন হলেন, নান্নু মিয়া ও আবদুল খালেক। তিনি বলেন, একটি মিনিবাসে করে এসব বাংলাদেশী কর্মী শনিবার সকালে তাদের কর্মস্থলে যাওয়ার পথে ওলাইয়া নামক স্থানে পিছন দিক থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ স্থানীয় সেমনি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদেরও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদীতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ