Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের ১৪ জনের বিরুদ্ধে মামলা

বহিষ্কার হতে যাচ্ছে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ফেনীর ফুলগাজী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবদুল আলিম মজুমদারকে বহিষ্কার (সাসপেন্ড) করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আগামী দু-তিন কার্যদিবসের মধ্যে বহিষ্কারের আদেশটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সূত্রটি জানায়। এদিকে ফুলগাজীতে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমসহ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে শুক্রবার রাতে ফুলগাজী থানার এসআই আশিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রতিপক্ষদের মনোনয়নপত্র জমাদানে বাধা, প্রভাব বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ২৯ ফেব্রুয়ারি ফুলগাজী উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার জন্য দায়ী করে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমকে বহিষ্কার করতে ২ মার্চ নির্বাচন কমিশন সচিবালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেয়া হয়। একই সঙ্গে উপজেলার সদর, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করে কমিশন। এছাড়া কমিশনের নির্দেশে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবদুল আলিম এবং আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন ঝন্টুসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ফুলগাজী থানার পরিদর্শক মাইন উদ্দিন আহমেদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করতে চাননি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের জানান, গত মঙ্গলবার বিকেলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে চেয়রাম্যান প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদানের জন্য যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকরা ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ করেছিল বিএনপি। এ সময় সরকারদলীয় সমর্থকদের হামলায় ছয় চেয়ারম্যান প্রার্থী আহতও হয়েছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা ওই দিন বিকেলে ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক ও আনন্দপুর ইউনিয়নের বিএনপির চেয়ারমান প্রার্থী ফখরুল আলম স্বপনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে ফেনী সদর উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়। এছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রত্যেকটি প্রার্থীর বাড়িতে যেয়ে হুমকি-ধমকি দিয়েছে সরকারদলীয় সন্ত্রাসীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের ১৪ জনের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ