Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুপারিশ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন মাহে রমজানে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।  একইভাবে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়  সভা করার সুপারিশ করা হয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈটকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ এবং নাসিমা ফেরদৌসী।
বৈঠকে চলমান বিদ্যুতের লোডশেডিংকে সাময়িক সমস্যা উল্লেখ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। তারা আগামী ২-৩ দিনের মধ্যে এ সমস্যা সমাধানের আহŸান জানিয়ে জনপ্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারি সম্মিলিতভাবে সঠিকভাবে দায়িত্ব সুপারিশ করেন। বিদ্যুৎ বিভাগের যেসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যেতে ব্যর্থ হয়েছে সেসেব প্রকল্প বাতিলের সুপারিশ করা হয়। এছাড়া  সোলার প্লান্ট স্থাপনের উপর গুরুত্বারোপ করে নতুন প্রকল্প গ্রহণেরও সুপারিশ করা হয়। পাওয়ার প্ল্যান্ট প্রকল্প কাজ পথ নকশা অনুযায়ী সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন এবং গ্যাসের উপর সকল ধরনের ট্যাক্স/ভ্যাটমুক্ত করার সুপারিশ করা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ২০১৮ সালের মধ্যে দেশের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সাব-কন্ট্রাক্ট না দিয়ে ঠিকাদারদের নিজস্ব লোক দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পল্লীবিদ্যুৎ সংযোগ  দেওয়ার আহŸান জানানো হয়। একই ভাবে কোনো ক্রমেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যাদেশ বর্ধিত না করার সুপারিশ করা হয়।
এছাড়া সংসদীয় কমিটি হবিগঞ্জ  জেলায় পিডিবির পরিত্যক্ত স্থানে বিদ্যুৎ গ্রিডের সাব- স্টেশন স্থাপন, পরিবেশ দূষণ রোধকল্পে সিএফএল বাতি ব্যবহার নিরুৎসাহী করে এলইডি বাতি ব্যবহার বৃদ্ধির সুপারিশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ