পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক ঃ সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর উদ্যোগে ইসলামী ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরীআহ নিরীক্ষকদের নিয়ে দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিংবিষয়ক কর্মশালা’ ৫ মার্চ (শনিবার) ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিসিএফ-এর টাস্ক কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল এ কিউ এম ছফিউল্লাহ আরিফের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সেন্ট্রাল শরীআহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ কামালুদ্দীন জাফরি, ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ এম আযীযুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আব্দুল আউয়াল সরকার, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ সেক্রেটারিয়েট প্রধান মো: শামসুল হুদা উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকসহ ইসলামী ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০৯ জন শরীআহ নিরীক্ষক অংশগ্রহণ করেন।
ইঞ্জিনিয়ারমোস্তফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, কল্যাণধর্মী ও স্থিতিশীল ব্যাংকব্যবস্থা হিসেবে ইসলামী ব্যাংকিং সকল মানুষের কাছে একটি গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়েছে। শরীআহ’র বিধান ইসলামী ব্যাংকিংয়ের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, সুদমুক্ত আয়ের আশায় মানুষ ইসলামী ব্যাংকগুলোতে আসে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শরী’আহ পরিদর্শনের ক্ষেত্রে অভিন্ন পদ্ধতি অনুসরণ, পারস্পরিক সহযোগিতা এবং গ্রাহকবান্ধব নতুন প্রোডাক্ট উন্নয়নে শরীআহ নিরীক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।
মোহাম্মদ আবদুল মান্নান বিশেষ অতিথির ভাষণে বলেন, শরীআহ নিরীক্ষকগণ ইসলামী শরী’আহর উদ্দেশ্যের আলোকে ব্যাংকিং সেবার মাধ্যমে মানুষের জন্য কল্যাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি নিরীক্ষকদের ইসলামী ব্যাংকিংয়ের সঠিক লক্ষ্য বাস্তবায়নে অধিক অধ্যয়ন এবং কর্মক্ষেত্রে তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।