পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার ঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একই ধরনের কাজের জন্য নারী ও পুরুষের মধ্যে বেতনের বৈষম্য করা হয়। নারীদের তুলনামূলকভাবে কম বেতন দেয়া হয়। আবার উপার্জিত অর্থও নারীরা খরচ করতে পারে না। উপার্জিত অর্থেও নারীর অধিকার থাকে না। তাও স্বামী খরচ করছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস-এর লিড কনসালটেন্ট মো. শরিফুল আলম এবং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ প্রফেসর ডা. সামিনা চৌধুরী প্রমুখ। প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক মাও জানে না তামাক তাদের বাচ্চাদের শরীরের কি ক্ষতি করে। মেহের আফরোজ বলেন, বাংলাদেশে সকল এনজিও নারী ও শিশুর জন্য যে পরিমাণ টাকা সরকার ও বিদেশ থেকে পায় তা সরকারের বাজেটের প্রায় কাছাকাছি। কিন্তু তারা একই এলাকায় একই বিষয়ে অনেক কাজ করে। সারা বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সব এনজিওরা একসাথে কাজ করলে বাল্যবিবাহ ও তামাকে নারী ও শিশুর যে ক্ষতি হয় তা বন্ধ করা সম্ভব। প্রতিমন্ত্রী আরও বলেন, তামাকের ফলে নারী ও শিশুরা বেশী ক্ষতিগ্রস্ত হয়। আলোচনা সভা থেকে সচিত্র সতর্কবাণী ছাড়া কোন প্রকার তামাক পণ্যের প্যাকেট, কৌটা বা মোড়ক বাজারজাত ও বিক্রয় করা যেন না হয় সেই বিষয়ে সরকারকে বিশেষ দৃষ্টি রাখা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে কঠোর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অবিলম্বে জর্দা, গুলসহ সকল তামাক উৎপাদন কারখানাকে সচিত্র সতর্কবাণী মুদ্রণ করার নির্দেশ প্রদান করা এবং নিয়মিত পর্যবেক্ষণ এর সময় বাজার, দোকান, হোটেলসহ সকল সম্বাব্য বিক্রয়স্থলে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীযুক্ত মোড়কে তামাক বিক্রয় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার কথা জানানো হয়। আলোচনা সভার পর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।