পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : নিজ নিজ ক্ষেত্রে অর্জিত সাফল্যের জন্য তিন কৃতি নারী পেয়েছেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৫। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ৪ মার্চ বিকেলে রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৫’ প্রদান করা হয়।
সাংবাদিকতা, সমাজকল্যাণ এবং ব্যবসায় উদ্যোগে অসামান্য অর্জনের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত এই পুরস্কার দিয়ে আসছে।
এ বছর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য : ‘নারী-পুরুষ সমধিকারের অঙ্গীকার’। এরই প্রেক্ষাপটে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারপারসন রতœা পাত্র। তিনি তিন কীর্তিমতীর সাফল্য ভবিষ্যতের আরো অনেক নারীকে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বেসরকারি সংস্থা বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
এরপর ছিলো পুরস্কার প্রদানের পালা। অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন সংগ্রাম ও সফলতার প্রকৃত চিত্র এবং সামাজিক অসংগতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লেখার জন্য মাদারীপুরের সাংবাদিক আয়শা সিদ্দিকা পেয়েছেন ২০১৫ সালের কীর্তিমতী সাংবাদিক সম্মাননা। স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণের উদ্দেশ্যে নিরলস কাজ করা বেগম মুশতারী শফী পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা-২০১৫ এবং ঠাকুরগাঁওয়ে কারুশিল্পের বাণিজ্যিক প্রসারের মাধ্যমে শিক্ষাবঞ্চিত ও পিছিয়ে পড়া পাঁচশ’রও বেশি নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা চন্দনা ঘোষ পেয়েছেন ২০১৫ সালের কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা।
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন গোলাম সারওয়ার, অ্যাঞ্জেলা গোমেজ, রুবানা হক এবং রতœা পাত্র।
উল্লেখ্য, সারা দেশের সংবাদকর্মীদের মনোনয়নের ভিত্তিতে একটি নির্বাচক প্যানেল রাঁধুনী কীর্তিমতী সম্মাননাপ্রাপ্তদের নির্বাচন করেন। এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার এবং সহকারী সম্পাদক অজয় দাশ গুপ্ত, মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারপারসন মিসেস নাসরিন ফাতেমা আউয়াল, প্রিপ ট্রাস্ট ঢাকা’র ডিরেক্টর, জেন্ডার অ্যান্ড গভর্নেন্স মিসেস শিরিন বানু এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা’র সম্পাদক তাসমিমা হোসেন।
পুরস্কার বিতরণ শেষে সংগীত পরিবেশন করে জনপ্রিয় গানের দল ‘জলের গান’। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।