পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সমবায় অধিদপ্তরে নিবন্ধিত বিভিন্ন সমবায় সমিতির দুর্নীতি বন্ধে সময়োপযোগী আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনে এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, অ্যাডভোকেট মো. রহমত আলী এমপি এবং ফজলে হোসেন বাদশা এমপি।
কমিটি রাজধানী ঢাকার সুয়ারেজ সিস্টেমকে শতকরা ২০ থেকে ১০০ ভাগে এ উন্নীত করার সুপারিশ করে। এছাড়া ঢাকায় বাড়ি তৈরির সময় সেপটিক ট্যাংকের সাথে সুয়ারেজ লাইনের সংযোগ না দেয়ার সুপারিশ করে। কমিটি ঢাকা শহরের পানি দূষণ রোধকল্পে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওয়াসা, রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়পূর্বক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে কার্যকরী ব্যবস্থার প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার পরামর্শ দেয়। স্থানীয় সরকার বিভাগ, সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সংল্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।