Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে রণক্ষেত্র

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম


ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ২০ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কর্মসূচি পন্ড
স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে পুলিশ ও ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল-শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষের সময়ে শাহবাগ এলাকায় পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জে পুরো এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহতরা হলেন-কনস্টেবল কাকলী (২২), মারজাহান (২২), ডিপ্লোমা শিক্ষার্থী আরিফ, কাওসার, রাকিব, পিয়াস, রিয়াজ রহমান, মোহন, তাওহীদ ও মুরাদ। জানা যায়, ইন্টার্ন ভাতা, উচ্চ শিক্ষা নিশ্চিতকরণ, ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষা বোর্ড গঠন ও কমিউনিটি ক্লিনিকে সাব অ্যাসিস্টেন্ট পদে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষর্থীদের চাকরির দাবিতে এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। শিক্ষার্থীদের কর্মসূচি পালনে দুপুর ১২টার দিকে তারা শাহবাগে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। তখন তারা সেখানে অবস্থান নেন। পরে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আন্দোলন কারী শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সভাপতি মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন থেকে সরকারের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। তিনি বলেন, অত্যন্ত যৌক্তিক এই আন্দোলন সু-শৃঙ্খলতার সাথে চলছিলো। কিন্তু পুলিশ কোন কারণ ছাড়াই তাদের কর্মসূচিতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, পুলিশের টিয়ার গ্যাসে রাকিব হাসান, নাইম, মুরাদ, রিয়াদ লোহান, কাইসার, আরিফুল, সোনিয়াসহ অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা দুই নারী কনস্টবলকে পিটিয়ে আহত করেছেন। তাদেরও চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ১৫ শিক্ষার্থীকে রমনা থানা পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, রমনা) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, চার দফা দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবিতে গত ৮ মে সারাদেশে অধাবেলা ধর্মঘট পালন করে ম্যাটস শিক্ষার্থীরা। ওই সময় দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। এরই অংশ হিসেবে গতকাল পূর্ব নির্ধারিত প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ