পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : হীরে খচিত একজোড়া কানের দুল বিক্রি হল রেকর্ড দামে। নিলামে কানের দুল জোড়ার দাম উঠল ৫৭ মিলিয়ন ডলার। বা ংলাদেশী মুদ্রায় ৪৫৩ কোটি টাকা। এটাই বিশ্বের সবচেয়ে দামী কানের দুল।
১৪.৫৪ ক্যারেটের একটি নীল রঙের হীরে। ১৬ ক্যারেটের আরকটি গোলাপি রঙের হীরে। দুর্মূল্য, দুষ্প্রাপ্য সেই হীরে দিয়েই তৈরি কানের দুল দুটি। গ্রিক দেবতার নামের অনুকরণে যার একটির নাম ছিল ‘অ্যাপোলো বøু’, অপরটির ‘আর্টেমিস পিঙ্ক’। জেনেভায় অনুষ্ঠিত নিলামে দুল দুটির দাম ধার্য করা হয়েছিল ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার। ৫৭ মিলিয়ন ডলার দিয়ে একজনই কিনে নেন এই দুল দুটি।
তবে তিনি তার পরিচয় সামনে আনেননি। কেনার পর চোখধাঁধানো দুল দুটির নতুন নামকরণও করেছেন তিনি। নীল হীরের দুলটির নাম দিয়েছেন ‘হেমন্তের পাতার স্মৃতি’ (ঞযব সবসড়ৎু ড়ভ অঁঃঁসহ ষবধাবং)। অন্যদিকে গোলাপি দুলটির নাম বদলে রেখেছেন, ‘হেমন্তের পাতার স্বপ্ন’ (ঞযব ফৎবধস ড়ভ অঁঃঁসহ ষবধাবং)। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।