পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : আসন্ন রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত; এর মধ্যে গ্রাহক লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। গতকাল বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস কার্যক্রম ও লেনদেনের সময়সূচি জানিয়েছে।
এতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।
আরেক সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা।
রোজার মাস শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলার দুটিতে জানানো হয়েছে।
এবার রোজায় সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।