পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা ঃ চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়ছে পরিবহন সেক্টর। কৌশল পাল্টে এখন ঢাকার বাইরে চাঁদাবাজি করা হচ্ছে। যার প্রভাব পড়ছে ঢাকার মালিক-শ্রমিকদের উপর। ঢাকা থেকে রামগঞ্জ পর্যন্ত চলাচলকারী আন্ত:জেলা বাসগুলোতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে চাঁদাবাজি করা হচ্ছে রামগঞ্জে। পরিবহন মালিক সমিতির নেতারা জানান, ঢাকার বাইরের চাঁদাবাজির বদনামের দায় এসে পড়ছে তাদের কাঁধে। পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ রামগঞ্জে মামুন নামে এক প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন গাড়ি থেকে ১৫০ টাকা থেকে দু’শ টাকা পর্যন্ত চাঁদাবাজি করছেন। এ ছাড়া তার নামে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। একজন মালিক অভিযোগ করে বলেন, মামুন এখন পরিবহন সেক্টরে মুর্তিমান আতঙ্ক। হিমালয় পরিবহন নামে এক বাস সার্ভিস চালু করে পুরান মালিকদের নানাভাবে হয়রানী করছেন। তার গাড়িতে ৩১৮ টাকার ভাড়া এখন ৩৫০ টাকা। এখন একই রুটে চলাচলকারী অন্যান্য বাস সার্ভিস তুলে দিয়ে সেই ভাড়া ৪শ’ টাকা করার পায়তারা চলছে। এতে করে পুরনো মালিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এর বাইরেও বিভিন্ন সার্ভিসের নামে চাঁদা আদায় করা হচ্ছে। সায়েদাবাদ টার্মিনালের পরিবহন শ্রমিকদের অভিযোগ, ওই মালিকের হাতে এ পর্যন্ত বহু শ্রমিক লাঞ্চিত হয়েছেন। এমন কোনো দিন নাই যে শ্রমিকরা তার হাতে নিগৃহীত হয় না। মালিক-শ্রমিকদের অভিযোগ, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এখন দীর্ঘদিন ধরে চলাচলকারী আল-বারাকা, এশিয়া এক্সক্লুসিভ পরিবহন সার্ভিস তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে। নাম প্রকাশ না করে পরিবহন মালিক সমিতির এক নেতা বলেন, এলাকার কতিপয় সন্ত্রাসীদের সাথে সাথে নিয়ে মামুন ত্রাসের রাজত্ব কায়েম করতে বসেছে। সন্ধ্যা হলেই টার্মিনালে সন্ত্রাসীদের নিয়ে মাদকের আসর বসে। এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ ইনকিলাবকে বলেন, আমি দেশের বাইরে ছিলাম। এরকম অভিযোগ এখনও পাইনি। তিনি বলেন, ঢাকার বাইরে কেউ যদি জোর করে মালিকদের কাছে থেকে চাঁদা আদায় করে তবে সে অবশ্যই অন্যায় করছে। কেউ অন্যায় করলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, মামুন নামে কারও বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাইনি। চাঁদাবাজির বিষয়টিও জানা নেই বলে ওসি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।