Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্ঘাত এড়াতে মূর্তি অপসারণ করতে হবে - ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১:০৭ এএম

স্টাফ রিপোর্টার ঃ ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহŸায়ক শাহসুফী সৈয়দ আব্দুল হান্নান আল হাদী এক বিবৃতিতে বলেছেন, এ দেশের ধর্মপ্রাণ ইসলামিক জনতা, আলেম-ওলামা, বুদ্ধিজীবী, ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের গণদাবী হলো সুপ্রীম কোর্টের চত্তর হতে গ্রীক দেবী থেমিসের মূর্তি অবিলম্বে অপসারণ। প্রধান বিচারপতি তার ইগো নিয়ে অবিলম্বে মূর্তি অপসারণ না করেন তবে দেশে এক তুলকালাম কান্ড ঘটে যেতে পারে। যা হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। তাই আমাদের অনুরোধ ও দাবী অবিলম্বে মূর্তি অপসারণের ব্যবস্থা করে দেশকে এক সঙ্ঘাতের পথ থেকে রক্ষা করবেন। নচেৎ আল্লাহর গজবে মূর্তি রাখার পক্ষের শক্তি ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। কেননা আল্লাহ্ নিজে মূর্তি পছন্দ করেন না, রাসুল (সাঃ) মূর্তি পছন্দ করেন না, সকল নবী-রাসুলগণ মূর্তি পছন্দ করেননি কোন ওলী-দরবেশ, ওলামাও মূর্তি পছন্দ করেন না, সাধারণ মুসলমানও মূর্তি পছন্দ করতে পারে না। তবে কার স্বার্থে এ মুসলিম দেশের সুপ্রীম কোর্টে মূর্তি? আমরা তার পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 



 

Show all comments
  • ১৭ মে, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    মসুলমানের দেশে মুর্তিস্থাপন কোন ভাবে কাম্য নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ