পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যানজটমুক্ত হলো মেঘনা ব্রিজ এলাকা, যাত্রীদের স্বস্তি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দেশের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর যানজট মুক্তহলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা। ফলে স্বস্তি ফিরে পেয়েছে এই মহাসড়কে যাতায়াতরত যাত্রী সাধারণ। বন্ধ হয়েছে ওজন নিয়ন্ত্রন নিডিজাটাল স্কেল ঘুষ বানিজ্য। গতকাল মঙ্গলবার সকাল ১১টা মেঘনা টোল প্লাজা এলাকা ঘুরে কোন যানজট পাওয়া যায়নি। বন্ধ হয়েছে পরিবহনের ওজন মাপার নামে ঘুষ বানিজ্য। ফলে যানজটের কোন দৃশ্য চোখে পড়েনি। এসময় ঢাকা-ফেনি রোডে চলাচলরত স্টার লাইন পরিবহনের এক গাড়ী চালক জানায়, অনেক দিন পর আজ যানজট ছাড়া এমন ফ্রি রাস্তায় টোল প্লাজা পার হলাম। এর আগে সব সময় টোল প্লাজা ও আশে পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট লেগে থাকত।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা ব্রিজে টোল প্লাজা ও আশে পাশে বেশ কিছুদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দীর্ঘ সময় যানজটের কবলে পরে থাকতে হতো যাত্রী সাধারণের। সোমবার দৈনিক ইনকিলান পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় যানজট মুক্ত হয় টোল প্লাজা এলাকায়। ফলে অনেকেই দৈনিক ইনকিলাব পত্রিকাকে ধন্যাবাদও জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।